Solution
Correct Answer: Option C
⇒ তেজস্ক্রিয় মৌল থেকে আলফা, বিটা ও গামা—এই তিন ধরনের রশ্মি নির্গত হয়।
⇒ আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, যা বেশ ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত। তাই এর ভেদন ক্ষমতা সবচেয়ে কম (কাগজ দিয়েই আটকানো যায়)।
⇒ বিটা কণা হলো তীব্র গতিসম্পন্ন ইলেকট্রন, যা আলফার চেয়ে হালকা। এর ভেদন ক্ষমতা আলফার চেয়ে বেশি হলেও খুব বেশি নয় (অ্যালুমিনিয়াম পাত দিয়ে আটকানো যায়)।
⇒ অন্যদিকে, গামা রশ্মি (Gamma Ray) কোনো কণা নয়, এটি উচ্চ শক্তির তাড়িতচৌম্বক তরঙ্গ। এর কোনো ভর বা চার্জ নেই।
⇒ ভর ও চার্জ না থাকায় এটি পদার্থের অণু-পরমাণুর ভেতর দিয়ে খুব সহজে চলে যেতে পারে। তাই গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি (এটি আটকানোর জন্য কয়েক সেন্টিমিটার পুরু সিসার দেওয়াল প্রয়োজন)।