Solution
Correct Answer: Option D
গণিতের জ্যামিতি অংশ অনুসারে,
সমতলে অবস্থিত দুটি সরলরেখা যদি পরস্পরের সমান্তরাল হয়, তবে তারা একে অপরকে কখনোই ছেদ করবে না, যতই তাদের উভয় দিকে বর্ধিত করা হোক না কেন। সমান্তরাল সরলরেখাগুলোর মধ্যবর্তী লম্ব দূরত্ব সর্বদা সমান থাকে।
যেমন, রেললাইনের দুটি পাত কখনোই একে অপরের সাথে মিশে যায় না বা ছেদ করে না।
সুতরাং, দুটি সমান্তরাল রেখার ছেদবিন্দু সংখ্যা ০ (শূন্য)।
যেহেতু প্রশ্নে সঠিক অপশন নেই, তাই এটি একটি ভুল প্রশ্ন বা অপশনে ভুল আছে। তবে জ্যামিতিক সংজ্ঞা অনুযায়ী ছেদ বিন্দুর সংখ্যা ০।
শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে মনে রাখার উপায়:
সমান্তরাল রেখা মানে = ট্রেনের লাইন।
ট্রেনের দুই চাকা যেমন কোনো দিন এক হয় না বা ছেদ করে না, তেমনি সমান্তরাল রেখাও ছেদ করে না। তাই ছেদবিন্দু ০।