Solution
Correct Answer: Option D
আমরা জানি,
দুটি কোণের পরিমাপের যোগফল ১৮০° হলে কোণ দুটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে।
প্রশ্নমতে, একটি কোণের পরিমাণ = ৫৫°
ধরি, সম্পূরক কোণটির পরিমাণ = ক
শর্তমতে,
ক + ৫৫° = ১৮০°
বা, ক = ১৮০° - ৫৫° [পক্ষান্তর করে]
বা, ক = ১২৫°
∴ নির্ণেয় সম্পূরক কোণটি হলো ১২৫°।
শর্টকাট টেকনিক:
যে কোনো কোণের সম্পূরক কোণ বের করতে হলে ১৮০° থেকে প্রদত্ত কোণটি বিয়োগ করলেই উত্তর পাওয়া যায়।
এখানে,
১৮০° - ৫৫° = ১২৫°