A man started to the west,then he turned right after walking 30m.Again turning right, he walked more 20 m.Lastly he turned to the left.What is his final direction?
A East
B West
C North
D South
Solution
Correct Answer: Option C
- লোকটি শুরুতে পশ্চিম (West) দিকে চলা শুরু করেছিল। - ৩০ মিটার যাওয়ার পর সে ডান দিকে (Right) ঘুরেছে। পশ্চিম দিকে যেতে যেতে ডানে ঘুরলে তার মুখ এখন উত্তর (North) দিকে। - এরপর সে আবার ডান দিকে (Right) ঘুরে ২০ মিটার পথ অতিক্রম করে। উত্তর দিকে যেতে যেতে ডানে ঘুরলে তার মুখ এখন পূর্ব (East) দিকে। - সবশেষে সে বাম দিকে (Left) ঘোরে। পূর্ব দিকে মুখ করে থাকা অবস্থায় বামে ঘুরলে তার মুখ আবার উত্তর (North) দিকে ফিরে আসে। - অর্থাৎ, লোকটির চূড়ান্ত দিক (Final Direction) হলো উত্তর (North)।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions