তিব্বত একটি-

A উপত্যকা

B উপদ্বীপ

C দ্বীপ

D মরুভুমি

Solution

Correct Answer: Option A

দুই পর্বতের মধ্যবর্তী বিস্তীর্ণ এলাকাকে উপত্যকা বলে। 

-তিব্বত উপত্যকা সমুদ্রতল থেকে ৪.৮ কি.মি. উপরে অবস্থিত এবং এটি পৃথিবীর দুইটি সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট ও K-2 এর মাঝে অবস্থিত। 
-পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উচু বিস্তীর্ণ সমতল ভূমিকে মালভূমি বলে। এদিক থেকে এটি আবার মালভূমি। তিব্বত মালভূমি মধ্য ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি। এটি চীনের কিংহাই, ভারতের লাদাখ ও হিমাচল প্রদেশ নিয়ে গঠিত। তবে বর্তমানে তিব্বত নামে পরিচিত যে অংশটুকু সেটি বর্তমানে চীনের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। 
-১৯১২ সালে ত্রয়োদশ দালাইলামা কর্তৃক প্রতিষ্ঠিত একটি স্ব-শাসিত অঞ্চল। 
-পরবর্তীতে ১৯৫১ সালে চীন তিব্বতের উপর তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। 
-তিব্বতের রাজধানী লাসা। এটি বিশ্বব্যাপী নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions