∆ABC -এ D, E, F যথাক্রমে BC, CA এবং AB বাহুর মধ্যবিন্দু। ∆ABC - এর ক্ষেত্রফল ২৪ বর্গসেঃমিঃ হলে, DEF ত্রিভুজের ক্ষেত্রফল---

A    24 বর্গসেঃমিঃ

B    12 বর্গসেঃমিঃ

C    8 বর্গসেঃমিঃ

D    6 বর্গসেঃমিঃ

Solution

Correct Answer: Option D

 

আমরা জানি , ত্রিভুজের মধ্যবিন্দু গুলোর যোগফলে গঠিত ত্রিভুজ এর ক্ষেত্রফল = ১/৪ X মূল ত্রিভুজের ক্ষেত্রফল = ১/৪ X ২৪ = ৬ বর্গ সে মি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions