ABC ত্রিভুজের AB = AC = 5 সেমি। যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 3 সেমি হয়, তবে BC = কত?

 

A ১০ সেমি

B ৫.৫ সেমি

C ৬ সেমি

D ৮ সেমি

Solution

Correct Answer: Option D




ABC ত্রিভুজের AB = AC = 5 সে.মি. ∴ ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ।

আমরা জানি, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখন্ডক ভূমিকেও সমদ্বিখন্ডিত করে এবং ভূমির উপর লম্ব হয়।
∴ BE = CE এবং AE ⊥ BC

ΔAEB হতে পাই,
AB2 = AE2 + BE2
বা, BE= AB2 - AE2
বা, BE2 = 52 - 32
বা, BE = √16
∴ BE = 4
অতএব, BC = 2BE = 2 × 4 = 8 সে.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions