কোন ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান হলে ত্রিভুজটি হবে--
A সমকোণী
B সূক্ষ্ণকোণী
C সমবাহু
D স্থূলকোণী
Solution
Correct Answer: Option A
-পিথাগোরাসের সূত্র থেকে আমরা জানি, -“সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমকোণ সংলগ্ন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের যোগফলের সমান “। -সুতরাং ত্রিভুজটি সমকোণী হবে।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions