- যকৃৎ মানবদেহের সবচেরে বড় গ্রন্থি। - এর রং লালচে খয়েরি। - যকৃতের ডান খণ্ডটি বাম খণ্ড থেকে আকারে কিছুটা বড়। - প্রকৃতপক্ষে চারটি অসম্পূর্ণ খণ্ড নিয়ে যকৃৎ গঠিত।
- যকৃৎ পিত্তরস তৈরি করে। - পিত্তরসে কোনো উৎসেচক বা এনজাইম থাকে না।
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions