কোনটি ফুসফুসে কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে?
Solution
Correct Answer: Option C
- মানব দেহে রক্ত সংবহনতন্ত্র প্রধানত দুই প্রকার।যথা-
সিস্টেমিক সংবহনতন্ত্র (Systemic Circulation):
- রক্ত হৃৎপিণ্ডের বাম নিলয় থেকে বের হয়ে দেহের বিভিন্ন অঙ্গে পৌঁছায় এবং ডান অলিন্দে ফিরে আসে।
- কাজ: দেহকোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ এবং কার্বন ডাই-অক্সাইড ও বর্জ্য অপসারণ।
পালমোনারি সংবহনতন্ত্র (Pulmonary Circulation):
- রক্ত হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে ফুসফুসে যায় এবং ফুসফুস থেকে বাম অলিন্দে ফিরে আসে।
- কাজ: ফুসফুসে গ্যাসের বিনিময়ের মাধ্যমে রক্তে অক্সিজেন যোগ করা এবং কার্বন ডাই-অক্সাইড অপসারণ।