ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ∠A শীর্ষ কোণ। ∠B ও ∠C দুটি ভূমি কোণ। AB বাহু = AC বাহু। ∠B = 75°। ∠A = কত ডিগ্রী?
Solution
Correct Answer: Option B
ΔABC -এ ∠A শীর্ষ কোণ
যেহেতু, AB=AC, তাই ∠B = ∠C
আমরা জানি,
ΔABC -এ ∠A + ∠B + ∠C = ১৮০০
=> ∠A + ৭৫০ + ৭৫০ = ১৮০০
=> ∠A = ৩০০