একটি ত্রিভুজ আঁকা সম্ভব তখনই যখন ত্রিভুজটির দুইবাহুর যোগফল—

 

A তৃতীয় বাহুর সমান

B তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর

C তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর

D কোনটিই নয়

Solution

Correct Answer: Option C

ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ।
যেমন ২ + ৩ = ৫ অর্থাৎ ২,৩ ও ৫ দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
তৃতীয় বাহুর দৈর্ঘ্য কমপক্ষে ৬ হতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions