ত্রিভুজের তিন বাহুর লম্বদ্বিখন্ডক গুলোর ছেদবিন্দুর নাম কি?

A ভরকেন্দ্র

B পরিকেন্দ্র

C বহিঃকেন্দ্র

D অন্তঃকেন্দ্র

Solution

Correct Answer: Option B

অন্তঃকেন্দ্র (Incentre) : ত্রিভুজের অন্তস্থ কোণত্রয়ের সমত্রিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে ত্রিভুজের অন্তঃকেন্দ্র বলে। অন্তঃকেন্দ্র হলো ত্রিভুজে অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র।
পরিকেন্দ্র (Circumcenter) : ত্রিভুজের বাহুত্রয়ের লম্ব সমদ্বিখণ্ডকত্রয়ের ছেদবিন্দুকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে। পরিকেন্দ্র হলো ত্রিভুজের পরিলিখিত বৃত্তের কেন্দ্র।
ভরকেন্দ্র (Centroid) : ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলে। ভরকেন্দ্র প্রতিটি মধ্যমাকেই 2 : 1 অনুপাতে বিভক্ত করে।
লম্বকেন্দ্র (Orthocenter) : কোনো ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বের ছেদবিন্দুটিকে ঐ ত্রিভুজের লম্বকেন্দ্র বলে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions