তিনটি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটারে দেয়া হল। কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? 

A    ২, ৫ ও ৮

B    ৫, ৪ ও ৯

C    ৩, ৪ ও ৫

D    সকল ক্ষেত্রে

Solution

Correct Answer: Option C

 

ত্রিভুজের  ক্ষুদ্রতম দুই বাহুর সমষ্টী সর্বদা তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে । সেক্ষেত্রে 3) 3,4,5 সঠিক উত্তর 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions