কোনো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত নিচের কোনটি হলে, একটি সমকোণী ত্রিভুজ অংকন সম্ভব হবে?

A    ৬:৫:৪

B    ৩:৪:৫

C    ১২:৮:৪

D    ৬:৪:৩

Solution

Correct Answer: Option B

 

সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে , (ভূমি)২+(লম্ব)২= (অতিভুজ)২ অর্থাৎ, যদি দুই বাহুর বর্গ তৃতীয় বাহুর সমান হয় তবে তা সঠিক উত্তর । এখানে ,  ৩২ +৪২ =৯+১৬ = ২৫ =(৫)২  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions