বিষমবাহু ΔABC-এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত ΔABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার। ΔABC-এর ক্ষেত্রফল কত?

A 2x বর্গমিটার

B x^2 বর্গমিটার

C (x/2)^2 বর্গমিটার

D (√x/3)^3 বর্গমিটার

Solution

Correct Answer: Option A

যে কোন ত্রিভুজের মধ্যমা ঐ ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে


যেহেতু ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল x বর্গমিটার
অতএব ,ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল হবে x বর্গমিটার ।
অতএব , ABC এর ক্ষেত্রফল =∆ABD এর ক্ষেত্রফল+∆ACD এর ক্ষেত্রফল
                                    =x+x
                                    =2x বর্গমিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions