সানস্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয়?
Solution
Correct Answer: Option B
সূর্যের ক্ষতিকর আল্ট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে সানস্ক্রিন লোশন তৈরিতে জিঙ্ক অক্সাইড (ZnO) এর ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। সাধারণত সানস্ক্রিনে ZnO এর পাউডার মিশ্রিত করলে সাদা রং ধারণ করে, কিন্তু ন্যানো পার্টিকেল হিসেবে ব্যবহার করলে ZnO এর সাদা রং আর দেখা যায় না। সেটা স্বচ্ছ হয়ে যায়।