একই শব্দ বারবার ব্যবহৃত হলে তাকে কি বলে-

A দ্বিরুক্ত শব্দ

B প্রচলিত শব্দ

C সাধু শব্দ

D অশব্দ

Solution

Correct Answer: Option A

- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ,পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে,সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
- একই শব্দ পরপর দুই বার ব্যবহৃত হলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে।
যেমনঃ ডেকে ডেকে হয়রান হচ্ছি।
আমার জ্বর জ্বর লাগছে।
- প্রদত্ত উদাহরণে 'ডেকে ডেকে' ও 'জ্বর জ্বর ' দ্বিরুক্ত শব্দ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions