Solution
Correct Answer: Option A
ফরাসি বিজ্ঞানী জ্যাক চার্লস ১৭৮৭ সালে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্কের একটি সূত্র আবিষ্কার করেন। এটি চার্লসের সূত্র হিসেবে পরিচিত।এই সূত্র অনুসারে, স্থির বা অপরিবর্তিত চাপে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন গ্যাসটির তাপমাত্রার সাথে সমানুপাতিক। অর্থাৎ গ্যাসের তাপমাত্রা বাড়ালে গ্যাসের আয়তনও প্রসারিত হয়।
ধরি,
গ্যাসের আয়তন (v) এবং তাপমাত্রা (T) হলে,
V ∝ T (যখন চাপ (p) স্থির] ।