টাকায় ৭টি করে লেবু কিনে টাকায় ৪টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
Solution
Correct Answer: Option C
৭ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য ১/৭ টাকা
আবার ,
৪ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য ১/৪ টাকা
∴ ১টি লেবু বিক্রয়ে লাভ = (১/৪) - (১/৭) = ৩/২৮ টাকা
১/৭ টাকায় লাভ হয় ৩/২৮ টাকা
১ টাকায় লাভ হয় (৭×৩)/২৮ টাকা
১০০ টাকায় লাভ হয় (৭×৩×১০০)/২৮ টাকা
= ৭৫ টাকা