একটি বর্গক্ষেত্রের পরিসীমা ৪০০ মিটার। এর ক্ষেত্রফল কত বর্গ কিঃমিঃ?

A ২০০

B ১০

C ১০০

D ০.০১

Solution

Correct Answer: Option D

বর্গের বাহু  ক হলে পরিসীমা = ৪ x বাহু = ৪ক
প্রশ্নমতে ,
৪ক = ৪০০
বা, ক =১০০

সুতরাং ,
ক্ষেত্রফল = (১০০)২=১০০০০ বর্গ মিটার                                
= ১০০০০/ (১০০০)২
=  .০১ বর্গ কিমি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions