কোন বর্গক্ষেত্রের প্রতি বাহু যদি ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

 

A ১৯

B ২০

C ২১

D ২২

Solution

Correct Answer: Option C

ধরা যাক ,  বাহুর দৈর্ঘ্য = ১০০ একক তবে ক্ষেত্রফল = (১০০)২=১০০০০

১০% বৃদ্ধিতে , বাহুর দৈর্ঘ্য = (১০০ +১০) =১১০ তবে ক্ষেত্রফল = (১১০)২=১২১০০

ক্ষেত্রফলের পার্থক্য = (১২১০০-১০০০০) = ২১০০

শতকরা বৃদ্ধি পাবে = (২১০০/১০০০০) x ১০০ =২১ 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions