আয়তক্ষেত্রের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তাকে কি বলে?
Solution
Correct Answer: Option B
- আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রতিটি কোণ সমকোণ (90°)।
- যদি আয়তক্ষেত্রের সন্নিহিত (পাশাপাশি) বাহুদ্বয় সমান হয়, তবে এর চারটি বাহুই পরস্পর সমান হয়ে যায়।
- যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে।
উল্লেখ্য: রম্বসেরও চারটি বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ নয়। যেহেতু আয়তক্ষেত্র থেকেই বলা হয়েছে, তাই কোণগুলো আগে থেকেই সমকোণ।
সঠিক উত্তর: (B) বর্গক্ষেত্র