একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য ১৬ গজ এবং প্রস্থ ১২ গজ। এর ভিতরে চারদিকে ২ গজ চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত?

A ৮০ বর্গগজ

B ৯৫ বর্গগজ

C ৯০ বর্গগজ

D ৯৬ বর্গগজ

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ১৬ গজ
আয়তাকার বাগানের প্রস্থ = ১২ গজ

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ)
∴ রাস্তা-সহ বাগানের ক্ষেত্রফল = (১৬ × ১২) বর্গগজ
                                 = ১৯২ বর্গগজ
যেহেতু বাগানের ভিতরে চারদিকে ২ গজ চওড়া রাস্তা আছে,
তাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য = {১৬ - (২ + ২)} গজ
                                   = (১৬ - ৪) গজ
                                   = ১২ গজ
এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ = {১২ - (২ + ২)} গজ
                                   = (১২ - ৪) গজ
                                   = ৮ গজ
∴ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল = (১২ × ৮) বর্গগজ
                                       = ৯৬ বর্গগজ
∴ রাস্তার ক্ষেত্রফল = (রাস্তা-সহ বাগানের ক্ষেত্রফল - রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল)
                          = (১৯২ - ৯৬) বর্গগজ
                          = ৯৬ বর্গগজ

শর্টকাট টেকনিক (পরীক্ষার জন্য):
যদি বাগানের ভিতরে রাস্তা থাকে, তবে রাস্তার ক্ষেত্রফল বের করার সূত্র:
রাস্তার ক্ষেত্রফল = ২w(L + B - ২w)
এখানে,
L = দৈর্ঘ্য = ১৬ গজ
B = প্রস্থ = ১২ গজ
w = রাস্তার বিস্তার = ২ গজ
মান বসিয়ে পাই,
= ২ × ২ (১৬ + ১২ - ২ × ২)
= ৪ (২৮ - ৪)
= ৪ × ২৪
= ৯৬ বর্গগজ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions