একটি আয়তকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ এবং ১১ মিটার প্রশস্থ মেঝে ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?

 

A ৪০টি

B ৫০টি

C ৭০টি

D ৬০টি

Solution

Correct Answer: Option D

মসজিদের ক্ষেতফল =  (১৫ x ১১) = ১৬৫ বর্গ মিটার 
 
মাদুরের ক্ষেত্রফল =  (২.২ x ১.২৫) = ২.৭৫ বর্গ মিটার 
 
মাদুর লাগবে = (১৬৫/২.৭৫) = ৬০ টি 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions