একটি বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৯০.৭৫ মিটার ও ৪৫.৫০ মিটার। বাগানটিতে গাছের চারা লাগাতে প্রতি ৪.১২৫ বর্গমিটারে ৭.৫৫ টাকা খরচ হয়। বাগানটিতে চারা লাগাতে সর্বমোট কত খরচ হবে?

A    ৭৫৫৭.৭৫ টাকা

B    ৭৫৬৭.৬৫ টাকা

C    ৭৮৭৫.২০ টাকা

D    ৮৬৯৫.৩৫ টাকা

Solution

Correct Answer: Option A

 

বাগানের ক্ষেত্রফল = (৯০.৭৫X৪৫.৫০)= ৪১২৯.১২৫ বর্গ মিটার

চারা লাগাতে খরচ হয় = (৪১২৯.১২৫/৪.১২৫) X ৭.৫৫=৭৫৫৭.৫৫ টাকা

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions