আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?

A গাইবান্ধায়

B বগুড়ায়

C ঢাকায়

D সিরাজগঞ্জে

Solution

Correct Answer: Option A

-আখতারুজ্জামান ইলিয়াস ১২ ফেব্রুয়ারি, ১৯৪৩ সালে গাইবান্ধা জেলার সাঘাটা থানার গোটিয়া গ্রামে (মাতুলালয়) জন্মগ্রহণ করেন।
-তাঁর পৈতৃক নিবাস চেলোপাড়া, বগুড়া।
-তিনি ৪ জানুয়ারি, ১৯৯৭ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান।

-তাঁর রচিত উপন্যাস: ‘চিলেকোঠার সেপাই' (১৯৮৭) ও ‘খোয়াবনামা’ (১৯৯৬); গল্পগ্রন্থ: ‘অন্য ঘরে অন্য স্বর' (১৯৭৬), 'খোঁয়ারি’ (১৯৮২), ‘দুধভাতে উৎপাত' (১৯৮৫), ‘দোজখের ওম’ (১৯৮৯); গল্প: ‘রেইনকোট’, ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল', ‘ফোঁড়া’, ‘মিলির হাতে স্টেনগান'; প্রবন্ধগ্রন্থ: ‘সংস্কৃতির ভাঙ্গা সেতু' (১৯৯৮)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions