Solution
Correct Answer: Option A
-সুলতান শামসুদ্দীন ইউসুফ শাহের সভাকবি শেখ জৈনুদ্দিন কোনো একটি ফার্সি গ্রন্থ থেকে উপাদান নিয়ে রচনা করেন যুদ্ধবিষয়ক কাহিনীকাব্য ‘রসুল বিজয়'।
-এ গ্রন্থের মূল বিষয় মহানবী হযরত মুহাম্মদ (স.) এর সাথে ইরাকের অধিপতি জয়কুমের মধ্যকার দীর্ঘযুদ্ধের বর্ণনা।
-এ যুদ্ধে ইসলামের বিজয় দেখানো হয়েছে।
-কাব্যটির কাহিনী ঐতিহাসিকভাবে পূর্ণসত্য না হলেও কবি এতে সাহিত্যরসের মাধ্যমে মহানবীর জীবনচরিত বর্ণনা ও শৌর্য-বীর্য-মাহাত্ম্যের প্রমাণ ও প্রচার করেছেন।
উল্লেখ্য, সাবিরিদ খানের ‘রসুল বিজয়’, শেখ চাঁদ এর ‘রসুল বিজয়’ ও সৈয়দ সুলতানের ‘রসুল বিজয়' নামেও কাব্য রয়েছে।