'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দের কার সভাকবি ছিলেন?
Solution
Correct Answer: Option B
-বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা সংস্কৃত ভাষার বাঙালি কবি জয়দেব রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন।
-জয়দেব, গোবর্ধন আচার্য, শরণ, ধোয়ী ও উমাপতিধর ছিলেন রাজা লক্ষ্মণ সেনের রাজসভার পঞ্চরত্ন।
-তিনি দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২টি সর্গে গীতিকাব্য ‘গীতগোবিন্দম্' রচনা করেন।
-এ কাব্যের প্রাচীন পুঁথিটি আবিষ্কার করেন ড. সুকুমার সেন।
-কবি জয়দেবের জন্মস্থান পশ্চিমবঙ্গের বীরভূমের কেন্দুবিল্বতে প্রতিবছর পৌষ সংক্রান্তিতে ‘জয়দেব মেলা অনুষ্ঠিত হয়।