Solution
Correct Answer: Option B
আমরা জানি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
এখানে,
দৈর্ঘ্য = ১০ গজ
প্রস্থ = ৫ গজ
∴ ক্ষেত্রফল = (১০ × ৫) বর্গগজ
= ৫০ বর্গগজ
সতর্কতা:
একই জাতীয় দুইটি রাশির গুণফল সর্বদা 'বর্গ' এককে প্রকাশ করা হয়। যেমন: মিটার × মিটার = বর্গমিটার, গজ × গজ = বর্গগজ। তাই উত্তর শুধুমাত্র ৫০ গজ হবে না।
শর্টকাট টেকনিক:
সংখ্যা দুটির গুণফল বের করুন এবং এককের সাথে 'বর্গ' শব্দটি যুক্ত করুন।
১০ × ৫ = ৫০ এবং একক হবে বর্গগজ।
∴ উত্তর = ৫০ বর্গগজ