স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কোনটি?
A লয় দ্রুত
B মূল পর্বের মাত্রা ৬
C শব্দের শেষে দুই মাত্রা হয়
D বিসর্গের পূর্ববর্তী স্বর দীর্ঘ
Solution
Correct Answer: Option A
স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য-
১। এ ছন্দের লয় দ্রুত,
২। মূল পর্বের মাত্রা সংখ্যা ৪,
৩। যে কোন অখর (মুক্তাক্ষর বা বদ্ধাক্ষর) একমাত্রার।
উদাহরন- আড়াল= আ(১)+ ড়াল (১)= ২ স্বর।