একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

A 6

B 8

C 12

D 24

Solution

Correct Answer: Option C

আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো,
রম্বসের ক্ষেত্রফল = ½ × (কর্ণদ্বয়ের গুণফল)

দেওয়া আছে,
১ম কর্ণ, $d_1 = 4$ cm
২য় কর্ণ, $d_2 = 6$ cm
∴ রম্বসটির ক্ষেত্রফল = $\frac{1}{2} \times 4 \times 6$ বর্গ সে.মি.
                             = $2 \times 6$ বর্গ সে.মি.
                             = 12 বর্গ সে.মি.

শর্টকাট টেকনিক:
রম্বসের কর্ণ দুটি দেওয়া থাকলে, সরাসরি কর্ণ দুটির গুণফল বের করে তাকে ২ দিয়ে ভাগ করলেই উত্তর পাওয়া যায়।
ক্ষেত্রফল = $\frac{4 \times 6}{2}$ = $\frac{24}{2}$ = 12

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions