বৃত্তের দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করলে ছেদবিন্দুর অবস্থান কোথায় হবে?
A বৃত্তের কেন্দ্রে
B বৃত্তের উপরে
C বৃত্তের বাইরে
D কেন্দ্র ছাড়া বৃত্তের ভিতরে
Solution
Correct Answer: Option A
• বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যেকোনো বিন্দুতে টানা রেখাংশ বৃত্তের ব্যাসার্ধ হবে। • যদি দুটি জ্যা পরস্পরকে সমদ্বিখন্ডিত করে, তাহলে তাদের ছেদবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রে টানা রেখাংশ দুটি জ্যার সমদ্বিখণ্ডকারী হবে। • যেহেতু ব্যাসার্ধ হলো বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের যেকোনো বিন্দুতে টানা সর্বোচ্চ দীর্ঘতম রেখাংশ, তাই ছেদবিন্দু থেকে বৃত্তের কেন্দ্রে টানা রেখাংশ অবশ্যই ব্যাসার্ধ হবে। • অর্থাৎ, ছেদবিন্দু অবশ্যই বৃত্তের কেন্দ্রে হবে
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions