Solution
Correct Answer: Option D
- রামনারায়ণ তর্করত্ন (১৮২২-১৮৮৬) ছিলেন একজন নাট্যকার।
- ১৮২২ সালের ২৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার হরিনাভি গ্রামে তাঁর জন্ম।
- বাংলা মৌলিক নাটক রচয়িতা হিসেবেই রামনারায়ণের মুখ্য পরিচয়।
- বাংলা ভাষায় প্রথম বিধিবদ্ধ নাটক রচনার জন্য তিনি ‘নাটুকে রামনারায়ণ’ নামে পরিচিত ছিলেন।
- ‘দি বেঙ্গল ফিলহার্মোনিক আকাদেমি’ থেকে তিনি ‘কাব্যোপাধ্যায়’ উপাধি লাভ করেন।
- কুলীনকুলসবর্বস্ব (১৮৫৪) তাঁর প্রথম ও শ্রেষ্ঠ নাটক।
তাঁর রচনাঃ
- রত্নাবলী (১৮৫৮),
- নব-নাটক (১৮৬৬),
- বেণীসংহার (১৮৫৬),
- মালতীমাধব (১৮৬৭),
- রুক্মিণীহরণ (১৮৭১),
- কংসবধ (১৮৭৫) ইত্যাদি।
প্রবন্ধগ্রন্থঃ পতিব্রতোপাখ্যান (১৮৫৩)
প্রহসনঃ
- যেমন কর্ম তেমনি ফল (১৮৬৩),
- উভয় সঙ্কট (১৮৬৯),
- চক্ষুদান প্রভৃতি