একটি পাইপের পুরত্ব নির্নয় করুন যার বহির্ব্যাস ২.৫ ইঞ্চি এবং অন্তব্যাস ২.১ ইঞ্চি?

A    ০.২ ইঞ্চি

B    ০.৪ ইঞ্চি

C    ২.৩ ইঞ্চি

D    ০.৩ ইঞ্চি

Solution

Correct Answer: Option A

 

বহি ব্যাসার্ধ = (২.৫/২) = ১.২৫ ইঞ্চি অন্ত ব্যাসার্ধ = (২.১/২)= ১.০৫ ইঞ্চি তাহলে , পাইপের পুরুত্ব = (বহি ব্যাসার্ধ -অন্ত ব্যাসার্ধ   ) = ১.২৫ - ১.০৫ = .২ ইঞ্চি  

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions