কৃষ্ণকান্তের উইল এর রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন?
A উইল চুরিজনিত আত্মগ্লানিতে
B হরলালকে বিয়ে করতে ব্যর্থ হয়ে
C ভ্রমরের সুখী জীবন প্রত্যক্ষ করে
D স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে
Solution
Correct Answer: Option D
-"কৃষ্ণকান্তের উইল" উপন্যাসটির রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
এ উপন্যাসের মুখ্য চরিত্র হলো - রোহিণী।
রোহিণী - জমিদার পুত্র গোবিন্দলালকে ভালোবাসতো।
গোবিন্দলালের স্ত্রী ভ্রমর ছিল কৃষ্ণকায়।
রোহিণী গোবিন্দলালকে ভালোবেসে "স্বীয় ব্যর্থ যৌবনের হাহাকারে জলে ডুবে আত্মহত্যার চেষ্টা করলে গোবিন্দলালই তাকে উদ্ধার করে।