৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত?

A    ৪৯ ব.সে.মি.

B    ৯৮ ব.সে.মি.

C    ১৯৬ব.সে.মি.

D    ১৪৬ব.সে.মি.

Solution

Correct Answer: Option B

 

∎সমাধান:

বৃত্তের ব্যাস হবে=৭+৭= ১৪ সে.মি.

আমরা জানি, বর্গের কর্ন=√২.a

                বর্গের ক্ষেত্রফল=a২

সুতরাং বর্গের কর্ন, √২.a=১৪

                 =>a=১৪/√২

                =>a২=(১৪/√২)২

                =>a২=৯৮ ব.সে.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions