মকরক্রান্তি রেখা কোনটি?

A ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশ

B ২৩°৩০′ উত্তর অক্ষাংশ

C ২৩°৩০′ পূর্ব দ্রাঘিমাংশ

D ২৩°৩০′ পশ্চিম দ্রাঘিমাংশ

Solution

Correct Answer: Option A

- ভৌগোলিকভাবে পৃথিবীর পূর্ব-পশ্চিমে তিনটি রেখা এবং উত্তর-দক্ষিণে চারটি রেখা বিস্তৃত আছে।
- পূর্ব-পশ্চিমের তিনটি রেখা হলো- কর্কটক্রান্তি, মকরক্রান্তি ও বিষুব রেখা।
- নিরক্ষরেখার ২৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি।
- অপরদিকে ২৩.৫ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে বলা হয় মকরক্রান্তি ।
- কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চল হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions