এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন-এর মৌলিক উপাদান -
A প্রোটিন
B ক্যালসিয়াম
C ভিটামিন
D লবণ
Solution
Correct Answer: Option A
প্রোটিন (আমিষ) জৈব বৃহৎ-অণুর প্রকারবিশেষ। প্রোটিন মূলত উচ্চ ভর বিশিষ্ট নাইট্রোজেন যুক্ত জটিল যৌগ যা অ্যামিনো অ্যাসিডের পলিমার।
- ২০ প্রকার অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে। এদেরকে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড বলে। এদের মধ্যে ৮টি অ্যামাইনো অ্যাসিডকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বলে।
- প্রোটিন শব্দটি সর্বপ্রথম প্রয়োগ করেন জি. মুলার ১৮৩৯ খ্রিস্টাব্দে।
- এনজাইম, অ্যান্টিবডি এবং হরমোন সবগুলোতে প্রোটিন বিদ্যমান।