জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
Solution
Correct Answer: Option C
- জসীমউদ্দীন রচিত প্রথম কাব্যগ্রন্থ 'রাখালী' (১৯২৭) এর ১৮টি কবিতার মধ্যে অন্যতম কবিতা ‘কবর’, যা কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়।
- তিনি কলেজে অধ্যয়নকালে কবিতাটি রচনা করেন, যা তাঁর ছাত্রাবস্থায় ১৩৩৫ বঙ্গাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাত্রাবৃত্ত ছন্দে রচিত এ কবিতাটিতে ১১৮টি পক্তি আছে।
- প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ 'কবর' কবিতার মূল বিষয়।
- কবিতাটির বিখ্যাত পঙ্ক্তি- ' ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, / অমনি করিয়া লুটায়ে পড়িতে বড় সাধ আজ জাগে ।