মদ খাওয়া বড় দায়,জাত থাকার কি উপায় - কোন লেখকের?
Solution
Correct Answer: Option C
- এটি একটি প্রহসনমূলক রচনা।
- প্যারীচাঁদ মিত্র (যিনি ‘টেকচাঁদ ঠাকুর’ ছদ্মনামে বেশি পরিচিত) ১৯ শতকের বাংলার সমাজ সংস্কারের অংশ হিসেবে এই গ্রন্থটি রচনা করেন (১৮৫৯ সালে)।
- এই প্রহসনে তিনি তৎকালীন সমাজের মদ্যপানের কুফল এবং নৈতিক অবক্ষয়কে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছেন।
- প্যারীচাঁদ মিত্র বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’-এর রচয়িতা হিসেবেও বিখ্যাত।
তাঁর রচিত গ্রন্থ:
- 'মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়' (১৮৫৯),
- 'রামারঞ্জিকা' (১৮৬০),
- 'গীতাঙ্কুর' (১৮৬১),
- 'যৎকিঞ্চিৎ' (১৮৬৫),
- 'অভেদী' (১৮৭১),
- 'ডেভিড হেয়ারের জীবনচরিত' (১৮৭৮),
- 'আধ্যাত্মিকা' (১৮৮০),
- 'বামাতোষিণী' (১৮৮১),
- 'কৃষিপাঠ' (১৮৬১),
- The Zamindar and Royats.