কোনো চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে এবং অপর দুটি বাহু তির্যক হলে চতুর্ভুজটি হবে-
Solution
Correct Answer: Option C
- একটি চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল এবং অন্য দুটি বাহু তির্যক (অর্থাৎ সমান্তরাল নয়) হলে, সেই চতুর্ভুজটি হবে একটি ট্রাপিজিয়াম।
- একটি ট্রাপিজিয়ামের সংজ্ঞা অনুযায়ী, এটি এমন একটি চতুর্ভুজ যার অন্তত একজোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে।
- রম্বস হতে হলে চারটি বাহু সমান হতে হবে
- সামান্তরিক হতে হলে উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হতে হবে
- আয়তক্ষেত্র হতে হলে বিপরীত বাহু সমান্তরাল এবং সকল কোণ সমকোণ (90°) হতে হবে