নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সাহিত্যকর্ম নয়?
Solution
Correct Answer: Option C
'ভাষার কথা' প্রবন্ধটির রচয়িতা - প্রমথ চৌধুরী।
অন্যদিকে,
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত-
প্রবন্ধগ্রন্থ
- কালান্তর,
কাব্যগ্রন্থ
- মহুয়া,
বিজ্ঞানবিষয়ক গ্রন্থ
- 'বিশ্বপরিচয়' (১৯৩৭)
- এটি তিনি সত্যেন্দ্রনাথ বসুকে উৎসর্গ করেন।