মীর মশাররফ হোসেন তার বিষাদসিন্ধু সর্বপ্রথম কাকে উৎসর্গ করেন?
A করিমুন্নেসা খানম
B বেগম রোকেয়া
C মৃণালিনী দেবী
D দেবী চৌধুরাণী
Solution
Correct Answer: Option A
মুসলিম লেখকদের মধ্যে প্রথম উপন্যাস রচয়িতা - মীর মশাররফ হোসেন। তিনি প্রথম মুসলিম গদ্য রচয়িতা।
- তার প্রথম উপন্যাস রত্নবতী।
- তার শ্রেষ্ঠ রচনা বিষাদসিন্ধু।
- তার বসন্তকুমারী ও বেহুলা গীতাভিনয় হচ্ছে - নাটক এবং গো-জীবন প্রবন্ধ গ্রন্থ।
১৮৯০ সালে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় 'হিতকরী' পত্রিকাটি প্রকাশিত হয়।