ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
A টেমিং অব শ্রু
B মার্চেন্ট অব ভেনিস
C কমেডি অব এররস
D দ্যা মিডসামার নাইটস ড্রিম
Solution
Correct Answer: Option C
- সমাজ সংস্কারক ও সাহিত্যিক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৬৯ সালে উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত নাটক "The Comedy of Errors" অবলম্বনে "ভ্রান্তিবিলাস" রচনা করেন।
- এটি শেক্সপিয়রের নাটকের একটি নিপুণ গদ্য অনুবাদ, যেখানে তিনি মূল কাহিনীর হাস্যরসাত্মক ও ভ্রান্তিমূলক ঘটনাগুলোকে বাঙালি সমাজের প্রেক্ষাপটে তুলে ধরেছেন।
- মূল নাটকের মতো এখানেও দুই জোড়া যমজ ভাইয়ের ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়েছে।