কালজয়ী চলচ্চিত্র 'পথের পাঁচালী' এর নির্মাতা কে?
Solution
Correct Answer: Option B
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস 'পথের পাঁচালী'(১৯২৯)।
- এ উপন্যাসের পটভূমিতে আছে বাংলাদেশের গ্রাম ও পরিচিত মানুষের জীবন।
- বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু ও অক্রুর সংবাদ নামে তিনটি ভাগে বিভক্ত এ উপন্যাস।
- সত্যজিৎ রায় এ উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে চলচ্চিত্র নির্মাণ করেন।
- এতে অপু চরিত্রে অভিনয় করেন সুবীর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গা চরিত্রে অভিনয় করেন উমা দাশগুপ্ত।