মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে কোনটির প্রবর্তক ?

A অমিত্রাক্ষর ও সনেট

B পত্রকাব্য

C উপন্যাস

D বীরগাঁথা

Solution

Correct Answer: Option A

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩), তিনি বাংলা আধুনিক সাহিত্যের জনক। তাঁর কাব্যচর্চা শুরু হয় ইংরেজি ভাষায়। যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
- বাংলা সাহিত্যের প্রথম মহাকবি,
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক,
- আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।


তার-
- রচিত ও প্রথম প্রকাশিত গ্রন্থ ''শর্মিষ্ঠা'' (১৮৫৯) যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক। এর উল্লেখযোগ্য চরিত্রঃ
- যযাতি,
- দেবযানী,
- শর্মিষ্ঠা,
- মাধব্য,
- পূর্ণিমা ইত্যাদি। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions