Solution
Correct Answer: Option D
বাংলা ব্যাকরণে প্রধান যোজকের প্রকারভেদ হল:
- কারণ যোজক: যেমন - কারণ, যেহেতু, তাই, ইত্যাদি
- সাপেক্ষ যোজক: যেমন - যদি, যদিও, তবে, ইত্যাদি
- বিকল্প যোজক: যেমন - অথবা, কিংবা, নতুবা, ইত্যাদি
- "বিয়োগ যোজক" বলে কোনো যোজকের প্রকারভেদ নেই।