৪ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ১ কিলোগ্রাম পানির আয়তন কত ?
A ১০০০ ঘন সে মি
B ১ লিটার
C ১০ ডেসিলিটার
D সবগুলোই
Solution
Correct Answer: Option D
দুনিয়ার বাকি সব পদার্থকে তাপ প্রয়োগ করলে তাদের ঘনত্ব কমে এবং তাপ কমালে ঘনত্ব বাড়ে । পানিকেও তাপ প্রয়োগ করলে এমনই আয়তন বাড়বে আর ঘনত্ব কমবে আবার তাপ কমিয়ে আনলে আয়তন কমবে আর ঘনত্ব বাড়বে । শুধুমাত্র এক জায়গায় ব্যাতিক্রম তা হলো । ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি হয়। এই কারণে এই তাপমাত্রায় পানির সঠিক আয়তন পাওয়া যায়। সাধারণ তাপমাত্রায় পানি তরল অবস্থায় থাকে । পানির তাপমাত্রা ০ ডিগ্রী সেলসিয়াসে নেমে আসলে বরফে পরিণত হয় । ১০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে।