ইস্তাম্বুলকে পৃথক করেছে কোন প্রণালী?

A হরমুজ

B সুন্দা

C বসফরাস

D জিব্রাল্টার

Solution

Correct Answer: Option C

ইস্তাম্বুল তুরস্কের উত্তর-পশ্চিমভাগে অবস্থিত দেশটির বৃহত্তম নগরী ও প্রধান সমুদ্রবন্দর। এটি প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্ট্যান্টিনোপল নামে পরিচিত ছিল। নগরীটি কৃষ্ণসাগরের প্রবেশপথে একটি উপদ্বীপের উপরে একটি কৌশলগত অবস্থানে অবস্থিত। নগরীটি ইউরোপ ও এশিয়াকে পৃথককারী এবং কৃষ্ণসাগর ও মারমারা সাগরকে সংযোগকারী সরু বসফরাস প্রণালীর পূর্ব ও পশ্চিম অংশ জুড়ে অবস্থিত। ইস্তাম্বুলের পশ্চিম অংশ ইউরোপ মহাদেশের দক্ষিণ-পূর্ব ভাগে এবং পূর্ব অংশ এশিয়ার পশ্চিমভাগে পড়েছে।

বিখ্যাত প্রণালী সমূহঃ
♦ পক প্রণালী পৃথক করেছে 'ভারত-শ্রীলঙ্কা' সংযুক্ত করেছে 'ভারত মহাসার-আরব মহাসাগর'
♦ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে  আফ্রিকা - স্পেন সংযুক্ত করেছে উত্তর আটলান্টিক--- - ভুমধ্যসাগর
♦ মালাক্কা প্রণালী পৃথক করেছে  সুমাত্রা --- মায়েশিয়া সংযুক্ত করেছে বঙ্গোপসাগর ----- জাভা সাগর
♦ বেরিং প্রণালী পৃথক করেছে  আমেরিকা --- এশিয়া সংযুক্ত করেছে উত্তর সাগর ------ বেরিং সাগর
♦ ফোরিডা প্রণালী পৃথক করেছে কিউবা --- ফোরিডা সংযুক্ত করেছে মেক্সিকো উপসাগর ------ আটলান্টিক

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions